হনুমান চালিসা বাংলায়
দোহা:
শ্রীগুরু চরণ সরোজ রজ, নিজ মন মুকুর সুধারি।
বরণউঁ রঘুবর বিমল যশু, যো দায়কু ফল চারি।।
বুদ্ধিহীন তনু জানিকে, সুমিরৌঁ পবন-কুমার।
বল বুদ্ধি বিদ্যা দেহু মোহিং, হরহু ক্লেশ বিকার।।
চৌপাঈ:
জয় হনুমান জ্ঞান গুণ সাগর।
জয় কপীস তিহুঁ লোক উজাগর।।
রামদূত অতুলিত বল ধামা।
অঞ্জনি-পুত্র পবনসুত নামা।।
মহাবীর বিক্রম বজরঙ্গী।
কুমতি নিবার সুমতি সঙ্গী।।
কাঞ্চন বরণ বিরাজ সুবেশা।
কানন কুণ্ডল কুঞ্চিত কেশা।।
হাথ বজ্র ঔ ধ্বজা বিরাজৈ।
কান্ধে মূঞ্জ জনেঊ সাজৈ।।
শঙ্কর সুবন কেশরীনন্দন।
তেজ প্রতাপ মহা জগ বন্দন।।
বিদ্যাবান গুণী অতি চাতুর।
রাম কাজ করিবে কো আতুর।।
প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া।
রাম লক্ষণ সীতা মন বসিয়া।।
সূক্ষ্ম রূপ ধরি সিয়হিং দেখাওয়া।
বিকট রূপ ধরি লঙ্ক জরাওয়া।।
ভীম রূপ ধরি অসুর সংহারে।
রামচন্দ্রের কাজ সংবারে।।
লায় সজীবন লক্ষণ জীয়ায়ে।
শ্রীরঘুবীর হরষি উর লায়ে।।
রঘুপতি কীনহী বহুত বড়াই।
তুম মম প্রিয় ভরতহি সম ভাই।।
সহস্র বদন তোমারো যশ গাওয়ৈ।
অস কহি শ্রীপতি কণ্ঠ লাগাওয়ৈ।।
সনকাদিক ব্রহ্মাদি মুনীশা।
নারদ সারদ সহিত অহীশা।।
যম কুবের দিগপাল জহাঁ তে।
কবি কোবিদ কহি সকে কহাঁ তে。।
তুম উপকার সুগ্রীবহিং কীনহা।
রাম মিলায় রাজ পদ দীনহা।।
তোমারো মন্ত্র বিভীষণ মানা।
লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা।।
যুগ সহস্র যোজন পর ভানু।
লীল্যো তাহি মধুর ফল জানু।।
প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী।
জলধি লাঙ্ঘি গয়ে অচরজ নাহী।।
দুর্গম কাজ জগতের যেতে।
সুগম অনুগ্রহ তোমারে তেতে।।
রাম দুয়ারে তুম রাখওয়ারে।
হোত ন আজ্ঞা বিনু পৈসারে।।
সব সুখ লহৈ তোমারী সরনা।
তুম রক্ষক কাহু কো ডর না।।
আপন তেজ সম্হারো আপৈ।
তিনো লোক হাঁক তে কাঁপৈ।।
ভূত পিশাচ নিকট নহিং আওয়ৈ।
মহাবীর যব নাম শুনাওয়ৈ।।
নাসৈ রোগ হরৈ সব পীরা।
জপত নিরন্তর হনুমত বীরা।।
সংকট তে হনুমান ছুড়াওয়ৈ।
মন করম বচন ধ্যান যো লাওয়ৈ।।
সব পর রাম তপস্বী রাজা।
তিনর কাজ সকল তুম সাজা।।
আউর মনোরথ যো কোই লাওয়ৈ।
সোই অমিত জীবন ফল পাওয়ৈ।।
চারো যুগ পরতাপ তোমারা।
হৈ পরসিদ্ধ জগত উজিয়ারা।।
সাধু-সন্তের তুম রাখওয়ারে।
অসুর নিকন্দন রাম দুলারে।।
অষ্ট সিদ্ধি নৌ নিধির দাতা।
অস বর দীন জানকী মাতা।।
রাম রসায়ন তোমারে পাসা।
সদা রহো রঘুপতির দাসা।।
তোমারে ভজন রাম কো পাওয়ৈ।
জনম-জনমের দুখ বিসরাওয়ৈ।।
অন্ত কাল রঘুবর পুর জাই।
জহাঁ জন্ম হরি-ভক্ত কহাই।।
আউর দেবতা চিত্ত ন ধরঈ।
হনুমত সেই সব সুখ করঈ।।
সংকট কটৈ মিটৈ সব পীরা।
যো সুমিরৈ হনুমত বলবীরা।।
জৈ জৈ জৈ হনুমান গোসাঁই।
কৃপা করহু গুরুদেবের নাই।।
যো শত বার পাঠ কর কোই।
ছুটহি বন্দি মহা সুখ হোই।।
যো ইয় পড়ৈ হনুমান চালিসা।
হোয় সিদ্ধি সাখী গৌরীসা।।
তুলসীদাস সদা হরি চেরা।
কীজৈ নাথ হৃদয় মংহ ডেরা।।
দোহা:
পবন তনয় সংকট হরণ, মঙ্গল মুরতি রূপ।
রাম লক্ষণ সীতা সহিত, হৃদয় বসহু সূর ভূপ।।